Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ইচ্ছে মতই খেলা করি

: | : ১৬/০৯/২০১৩

ইষ্টিকুটুম মিষ্টি দেশের

বৃষ্টি-ভেজা ফুল,

বাংলা-স্যারের হ্যাংলা হাসি

ব্যাকরণের ভুল।

 

ভুল থেকেই জন্ম নেয়

অনেক আবিস্কার,

স্যার তবু কেন যে করেন

শুধুই তিরস্কার!

 

ধমক খেয়ে চমক তবু

জাগে নাকো মনে,

ইচ্ছে মতই খেলা করি

ফুল-পাখিদের সনে।

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top