Top today
ইচ্ছে মতই খেলা করি
ইষ্টিকুটুম মিষ্টি দেশের
বৃষ্টি-ভেজা ফুল,
বাংলা-স্যারের হ্যাংলা হাসি
ব্যাকরণের ভুল।
ভুল থেকেই জন্ম নেয়
অনেক আবিস্কার,
স্যার তবু কেন যে করেন
শুধুই তিরস্কার!
ধমক খেয়ে চমক তবু
জাগে নাকো মনে,
ইচ্ছে মতই খেলা করি
ফুল-পাখিদের সনে।