Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

কবিতা এবং তুমি

: | : ১৬/০৯/২০১৩

কবিতাদের দিলাম ছুটি
ওরা আজ আমার সঙ্গ চায় না
ওরা আজ শোক পালন করবে
আজ ওদের শোকের দিন
কারণ আজ আমি তোমাকে পেয়েছি
এ প্রাপ্তি তাদের সহ্য হয়নি
কবিতারা খুব হিংসুটে
ওরা দখলদারিত্বে বিশ্বাসী
তাই বিদ্রোহ করে ওরা চলে গেছে।
আচ্ছা,তুমিই বলো
এ যুদ্ধে আমার জয় হবে তো?
নাকি কবিতাদের মতো
তুমিও একদিন বিদ্রোহ করবে!
একূল ওকূল হারিয়ে
আমি কি তবে নিঃস্ব হবো?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top