প্রকৃতি
প্রকৃতিই মানুষকে
মহান করে, সরল করে।
বিজ্ঞ করে, সহজ করে।
মানুষের হৃদয় হয় সবুজ শ্যামলীমার মত,
মানুষের হৃদয় বিশালাকার আকাশের মত,
মানুষের হৃদয় হয় গভীরতম সমুদ্রের মত,
মানুষের হৃদয় পায় জ্যোৎস্নার আলোর মত স্বর্গীয় ভাব,
মানুষের হৃদয় পায় শরতের কাঁশফুলের মত শুভ্রতম বেশ,
মানুষের হৃদয় হয় মেঘের বৃষ্টির অমৃত দানের মত উদার,
মানুষের হৃদয় আজীবন সূর্যালো পেয়ে সূর্যের দয়ার ভান্ডার,
মানুষের হৃদয় ষড়ঋতুর রঙে রঙে হয় ফুলের মত রঙিন।
রাতের আকাশের লক্ষ কোটি নক্ষত্র মনে দিয়েছিল প্রথম জ্ঞান দর্শন,
চাঁদ সূর্য নক্ষত্র, সন্ধ্যাতারা থেকে ধ্রুবতারা মানুষকে দিয়েছে নির্দেশনা।
সমুদ্রের জল ফুলে উঠে মানুষকে বিজ্ঞ করেছে জোয়ার-ভাটার সৃজনে।
সমুদ্রের ঢেউ বারবার ভেঙ্গেছে পাড় দিয়েছে সাহস নতুনভাবে বাঁচার।
পাখির কলতান দিয়েছে গান দিয়েছে স্বপন বাঁচতে স্বপনে স্বপনে আপনে,
ভোরের রোদেলা শিশির দিয়েছে আশা বারবার এসে, আশা হয়ে ভালবাসা।
গোধুলী বেলার রক্তিমাভ আকাশ দিয়েছে স্পর্ধা উদাস হয়ে যেতে দিগন্তে,
দিনের প্রথমে পুবাকাশে রক্তিম সূর্য হেসে দিয়েছে সাহস নতুন দিনের পথে।
মরুর তীব্রতা রুক্ষ করেছে অথবা বিনাশ করতে রুক্ষতারে,
পর্বতের বন্ধুর পথ আমাদের দিয়েছে অজেয়কে জয়ের সাহস,
তাই গ্রামের মানুষ সহজ সরল কারণ সবুজ শ্যামলীমার রুপ,
তাদের হৃদয় বিশাল এ সবাই বলে কারণ বিশাল আকাশ দেখে,
আকাশ, বাতাশ, সবুজ, পাখি, ঝর প্রতিটি মানুষকে চঞ্চল করে।
শহুরে মানুষের মনে শহুরে গলির মত সংকির্ণতা,
তারা কখনো পূর্ণ আকাশে দেখে না, দেখেনা চাঁদ,
তাই পশ্চিমারা যুদ্ধবাজ, মরুতে বেদুইন যাযাবর।
শুধু বারবার উপমদেশকেই শান্তি
বিলিয়ে বেড়াতে হয় যুগে যুগে,
যা দিয়েছে প্রকৃতি।
২৬.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।