Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বাংলাদেশ

: | : ১৬/০৯/২০১৩

বাংলাদেশ এক টাইটানিক জাহাজ

অনিয়ম আর অবক্ষয়ের ধাক্কায় তলা ফুটো হয়ে গেছে;

সমস্যার মহাসমুদ্রে ভাসছে এই দেশ।

বিপুল জলরাশি গ্রাস করতে তীব্র বেগে ধেয়ে আসছে;

আর বাংলাদেশ—–

একটু একটু করে ডুবে যাচ্ছে জলের গভীর অন্ধকারে।

 

যাত্রীরা আতঙ্কিত দিশেহারা;

যে যেভাবে পারছে এই জাহাজ থেকে লাফিয়ে পড়ছে

আরো এক অনিশ্চয়তার মাঝে;

তারা কেউ জানে না, তারা বাঁচবে কি মরবে,

শুধু জানে টাইটানিক ডুববে, এখানে মৃত্যু নিশ্চিত।

 

বন্ধু, তোমরা যেখানে খুশি চলে যাও

আমি এই বিপন্ন যাত্রীদের সাথে নিয়ে এ মহাসাগরে সাঁতার দেব;

হয়তো ডুবে যাব অন্তহীন জলে, কেউ খুঁজবে না;

তবে মৃত্যুর আগে কাউকে বাঁচাতে পথ দেখিয়েছি

এইটুকুই যা সান্ত্বনা।

আর বেঁচে থাকলে

আকাশের বুক চিরে লিখে দেব একটি নাম বাংলাদেশ।

উজ্জ্বল তারা হয়ে জ্বলবে আকাশের গায়ে

অবাক বিশ্ব দেখবে আমাদের গভীর মগ্নতায়।

 

তখন আমরা দেখব শান্ত বাতাসে

শিশিরের জলে ভেজা শিউলী ফুলের নরম গন্ধের ভিড়ে

সোনালী ধানের ক্ষেতে কৃষকের সরল হাসি;

আর হাতে পত্‌ পত্‌ করে উড়ছে লাল সবুজের বিজয় পতাকা

সেদিন মনে থাকবে না কোন ক্ষোভ আমার দেশ বাংলাদেশ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top