Top today
”নিষ্পাপ কালের গীত”
কাঁচাপথের সোঁদা গন্ধে
ক্ষণিকের লাগি হারিয়ে যাই,
পুরনো স্মৃতি হাতড়িয়ে
অতীত ফিরে পাই।
মন কাঁদে জলে ভাসে
মোমের মত গলে,
স্মৃতির ঢেউগুলো
আচানক উঠে ফুলে।
সময়ের বাগিচা ঝরে গেছে
শুকিয়ে গেছে কত পাতা,
হঠাৎ পায়ের চাপে কড়কড়ে ধ্বনি
মনেতে জাগায় মমতা।
গুন গুনিয়ে বাজে মনে
নিষ্পাপ কালের গীত,
শ্রুতিমধুর স্মৃতি ধ্বনি
কানেতে লাগে অমৃত।
বাস্তবতার কষাঘাতে
ফিরে আসে আবার বর্তমান,
সোনালী-রূপালী স্মৃতিগুলো
জড়সড় ম্রিয়মান।