Today 04 Nov 2025
Top today
Welcome to cholontika

শুন্যতা

: | : ১৭/০৯/২০১৩

যখন ঘিরে রাখো মরম আদরে

জনারণ্যের আকীর্ণ প্রহরে

হাত হাত রাখা মন্দ্রিত ক্ষণ

ভাসায় তোমার মন

যাকে তুমি আলিঙ্গন বল

তাই আমি বেষ্টনী জানি আজীবন।

 

ঘিরে ধরে শুন্যতা নিঃসঙ্গ বাসরে

কদাচিত গানের আসরে

চা পানের বিরতিতে বোলো

বন্ধু যারা সাময়িক

মুগ্ধতা ছড়ায় অধিক

কেন তাতে অহেতুক গলো।

 

হিমাংকের নিচে থাকি তাই

উড়ো শীতে জমে যাই

কাঁটাতারে বন্ধী পবন

শুন্যতা বাজায় সরোদ

পাশ ঘেঁষে  কাঙ্ক্ষিত রোদ

তার মাঝে আকণ্ঠ নিমজ্জন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top