Top today
ছিন্ন সুতোয় ভিন্ন ফুলে – ৫
রূপ ধূয়ে কি
পানি খাব
ওরে রূপশ্রী,
মন যদি হয়
বিষের বড়ি
কি লাভ করি
ছল-চাতুরী ;
ছল্ যে তোমার
ফেলছি ধরি
সবাই তোমায়
ঘৃণা করি,
ঘৃণা করি
ঘৃণা করি
তোমার ওসব
ছল্- —-চাতুরী।
রূপ ধূয়ে কি
পানি খাব
ওরে রূপশ্রী,
মন যদি হয়
বিষের বড়ি
কি লাভ করি
ছল-চাতুরী ;
ছল্ যে তোমার
ফেলছি ধরি
সবাই তোমায়
ঘৃণা করি,
ঘৃণা করি
ঘৃণা করি
তোমার ওসব
ছল্- —-চাতুরী।