Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ছিন্ন সুতোয় ভিন্ন ফুলে – ৫

: | : ১৭/০৯/২০১৩

রূপ ধূয়ে কি

পানি খাব

ওরে রূপশ্রী,

মন যদি হয়

বিষের বড়ি

কি লাভ করি

ছল-চাতুরী ;

ছল্‌ যে তোমার

ফেলছি ধরি

সবাই তোমায়

ঘৃণা করি,

ঘৃণা করি

ঘৃণা করি

তোমার ওসব

ছল্‌- —-চাতুরী।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top