Today 05 Nov 2025
Top today
Welcome to cholontika

১৯ সেপ্টেম্বর ১৮৮৮ প্রথম সুন্দরী প্রতিযোগিতা

: | : ১৭/০৯/২০১৩

 

বিশ্বজুড়ে এখন হরেক নামে সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এগুলোতে অংশগ্রহণের জন্য দিন গুনতে থাকেন বিশ্বের সব সুন্দরী। এই প্রতিযোগিতায় নিজেকে সবার চেয়ে আলাদাভাবে উপস্থাপনের জন্য দীর্ঘদিন ধরে তারা নিজেকে তৈরি করেন। কিন্তু এটার ইতিহাস অর্থাৎ কবে থেকে এটা শুরু হয়েছে অনেকের হয়তোবা অজানা। সব সুন্দরীর জন্য আজ একটি শুভদিন, কারণ ১৮৮৮ সালের এই দিনে বেলজিয়ামের ‘বেলজিয়ান রিসোর্ট অব স্পা’তে সর্বপ্রথম সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ফাইনাল রাউন্ডে সর্বমোট প্রতিযোগী ছিল ২১ জন। এই প্রতিযোগিতার টাইটেল নাম ছিল বিউটি কুইন। এরই ধারাবাহিকতায় বর্তমানে বিশ্বজুড়ে চলে ভিন্ন ভিন্ন নামে সুন্দরী প্রতিযোগিতা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top