Today 13 Jan 2026
Top today
Welcome to cholontika

আগুন বরফের খেলা

: | : ১৮/০৯/২০১৩

bruno-dayan-woman-snake-gems-collier-necklace-water

তোমার বুকে যে তেজস্বী আগুন দপ দপ করে জ্বলে ওঠে
সে আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয় আমার স্নায়ু অকপটে
সে আগুনের লেলিহান শিখা আষ্টেপৃষ্ঠে ধরে
আমার দেহ সারাক্ষণ
ঝলসে দেয় শরীরের প্রতিটি থরে থরে
দিক্বিদিক ছুটে যায় আমার মন।

তোমার চুলোর আগুন
আমার খড়ি পুড়িয়ে পুড়িয়ে
লাল লৌহ-আগুন করে তোলে
চিত্ত আমার ঔদ্ধত্য গুমরে ওঠা গরমে
নাভিশ্বাস খোঁজে আকাশে পাতালে।

অতঃপর কোনও এক নির্জন রাতে
খড়ি-চুলো খড়ি-চুলো খেলতে খেলতে
চুলোর উপরে থাকা পাতিলের পানি
টগবগিয়ে ফুটতে ফুটতে বেরিয়ে আসতে থাকে
সে পানিতে নিভে যায় সব আগুন
নিভে যায় সব জ্বলা-উত্তাপ
যেন শুরু হয় এক নতুন ফাগুণ।

তারপর শান্ত পরিশ্রান্ত এক হিমেল আবেশ
ঠাণ্ডা শীতল যেন বরফের দেশ
আবার তোমার বুকের আগুন
গলিয়ে দেয় সব জমাট বরফ
আবার লাল লৌহ-আগুন
আবার বরফ আবার আগুন
এ আগুন আর বরফের খেলা যেন চিরন্তন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top