Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

“ছুটে চল জীবনের তাগিদে”

: | : ১৮/০৯/২০১৩

সুখের তাগিদে ছুটিস্‌নে
ছুটে চল জীবনের তাগিদে।
অজান্তে ভরে যাবে সুখ
তোর কাঁধের ঝোলাতে।
জীবন সে তো লুডু খেলা
কখনও হাঁ করা সাপের মুখ;
কখনও মই’তে চড়ে
এক লাফে স্বর্গ সুখ।
স্কেলে মেপে গাণিতিক সূত্র ধরে
হোস্‌নে তুই সুখের পথিক।
জীবনের চাহিদায় ছুটে চল্‌;
স্কেলের মাপে করিস্‌নে নিরিখ।

ছুটে চল্‌ জীবন চেয়েছে তাই
সবুজের বুক চিড়ে চিকন আইল ধরে।
জীবনের খোরাকে ফিরে যা আবার
ইটপাথররে কঠিন ঘরে।

সবুজের নির্যাস নির্মল বায়ু;
অথবা চার দেয়ালের বিলাসিতা।
পেয়ে যাবি কোথাও না কোথাও সুখ;
তবে পাবি না তা মেপে ফিতা।

জীবনের প্রয়োজনে সংসার
এক সামিয়ানার নিচে বসবাস।
মতের অমিল;স্নায়ু যুদ্ধ দু’জনাতে
তবু সন্তানের মিষ্টি হাসিতে স্বস্তির নিঃশ্বাস।

কোন্‌ বিন্দুতে যে সুখের অণু?
বলতে পারে কোন্‌ জ্যোতিষী?
সুখের তপস্যা ন-করে
হয়ে যা জীবনের ঋষি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top