Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

পত্রিকা

: | : ১৮/০৯/২০১৩
যুগান্তরে  আলোর নাচনমেঘের চলা চলে ,সমকালে ঘাস ফড়িং

নাচে দলা-দলে ।

ইত্তেফাকে কচি কাঁচা

লিখে গল্প ছড়া ,

ডেসটিনিতে চাঁদের হাঁসি

পড়ল বুঝি ধরা ।

সংগ্রামে বসেছে আজ

নীল সবুজের হাট ,

আমার দেশে এক্কা দোক্কা

খেলছে পুরো মাঠ ।

ইনকিলাবে সোনালী আসর

সোনার সন্তান জুটে ,

সকল পত্রিকার এ পাতাতে

ছোটদের ভাষা ফুঁটে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top