Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ভালোবাসার আকুতি

: | : ১৮/০৯/২০১৩

একই সাথে পথ চলার মাঝে যদি ভালোবাসা টিকে থাকে আমাদের দু’জনার,তবে সেখানেও তুমি নিয়ে আসবে এক তরফা ব্যবধান। যেখানে তর্কের বিষয় হয় তোমার আমার ভালোবাসা।কথার মাঝে যদি সম্পর্কের সিঁড়িটা আরো মজবুত করতে চাই, তবে তোমার  সত্ত্বা ওখানেও আনে বির্তকিত সমাধান তা আমার ইচ্ছের বিরুদ্ধে হয় যদিও।চোখের দেখার মাঝে যদি আকর্ষণ সৃষ্টি করতে না পারি তবে তুমিই বলো আমি কি করে নিয়ে আসবো  অসম্ভব পরিবর্তন আমার এই শংকিত জীবন ধারায় যা তোমার কাছে বির্তকিত। এত কিছুর পর ও যদি বলো ভালোবাসনা আমায় তবে আমি শক্ত বাঁধনে বাঁধবো নিজের অবাধ্য মনকে, যেন তোমার ইচ্ছের অসম্মান না হয় আমার এই সামান্য চাওয়াটার কাছে। তারপরও যেন আমার বাস্তবতা ঠিকে থাক তোমার অস্তিত্বের কাছাকাছি গিয়ে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top