Top today
ভাল লাগে শুধু আগুনের খেলা
আজ ভাল লাগে শুধু আগুনের খেলা
নীল নয়,
রক্তলাল।
ভোরের বা বিকালের সূর্য়ের ন্যায় রক্তিম আগুন।
কত হাইড্রোজেন লাগবে আরও একটি সূর্য বানাতে!
আমি বানাবো কোটি কোটি রক্তিম সূর্য;
ঈশ্বর যে কোটি কোটি সূর্য নিয়ে খেলা করে
আমিও সূর্যকে ঘুরাবো পুব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিন।
আজ ভাল লাগে শুধু আগুনের খেলা
নীল নয়,
রক্তলাল।
আমার গ্যালাক্সির পর গ্যালাক্সি তৈরির লড়াই
শুধুই আগুন আর আগুন প্রতি নক্ষত্রে নক্ষত্রে।
মাটির গন্ধ নাই
প্রানের আবাস মুখরিত করবেনা না কোনদিক।
শুধু আগুনের খেলা।
প্রেম নেই, ভালবাসা নেই
নেই নীল অনলে জ্বলা।
১৭-১১-১২,ঢাকা।