Today 04 Nov 2025
Top today
Welcome to cholontika

রাক্ষুসে ক্ষিধে

: | : ১৮/০৯/২০১৩

————————————————————–

 

সোনার ডিম পাড়া অমূল্য রাজ হাঁস

সেদিন উন্মাদের মত হায়

রাজপথে করেছ জবাই

রয়েছ এখন বুঝি ভোজের অপেক্ষায় ?

 

ছলনার দূ-ধারী তলোয়ারে কেঠে-কুঠে

কপট কুটনীতির কলের জলে ধূয়ে

মানুষের রক্তের সুগন্ধি মসল্লায় মেখে

অহংকারের পিয়াজ-রসূন-আদা দিও যথা পরিমাণে

রাজনৈতিক ভন্ডামির হলুদ-মরিচ তো জানি দেবে

কৃষক-শ্রমিকের ঘামের নুন দিতে যেও না ভুলে

ঝোল দিও পুত্রহারা জননীর চোখের জলে

বিধবার অভিশাপে,

এতিমের  ক্ষুব্ধ নিঃশ্বাসের জ্বলন্ত  উনুনে

লোভের গরম গরম তেলে ভেজে

এবং প্রতিহিংসার আগুনেতে রেঁধে

বসন্তের এক পড়ন্ত বিকেলে

যেও চলে শেরে বাংলা নগরে

আলো-আধাঁরীতে

সবুজ চত্বরে…….

সবুজ ঘাসের ‘পরে বসে

রথী-মহারথী সবে

মচ্‌—— ——মচে চিপস্‌ হাতে

চুক্‌ চুকে চুমে

হুইস্কির বোতলে ফেনা তোলে

রাজার মত গরম গরম ভূনা মাংস খাবে

মানুষের মাংসের-রক্তের স্বাদ নেবে ;

 

 

আহা-

তোমাদের যে এমনই রাক্ষুসে ক্ষিধে…….

 

 

——————————————————

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top