Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

সমকালিন-১

: | : ১৮/০৯/২০১৩

দেশের পকেট খালি করে

বিদেশ রাখেন টাকা ,

সেখানেই তাঁর বড় বাড়ী

থাকেন সেথা কাকা ।

বিদেশ থেকে আনা গাড়ী

বাংলার হাওয়ায় উড়ে ,

প্রতি মাসে বিমানে যান

বিদেশ আসেন ঘুরে ।

ছেলে মেয়ে বিদেশ পড়ে

দেশে টোনা টুনি ,

আগে তা ছিল গোপন

এখন  সব-ই  শুনি ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top