Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

…অপেক্ষায় দিবানিশি

: | : ১৯/০৯/২০১৩

এইমাত্র উঁচু কার্নিশ ছুঁয়েছে ভোর, তখনও তার আলো স্পর্শ করেনি মাটি,বাতাসকে। মুখোমুখি ব্যালকোনিতে শুন্যতা উড়ছে। যেথায় ছিলো তার ছায়ামুর্তিটা। কে যেন তাকে ডেকে নিয়ে গেছে অন্য কোনখানে। রেলিং ছুঁয়ে ছিলো সে। আমি বৃষ্টি বাদে শুনেছি তার হাতের কাঁকনের রিনিঝিনি শব্দ। চাঁদের আলোয় মিশে তার নিঃশ্বাস রাতভর বেজেছে এ বুকে।
নিঃসঙ্গ আধাঁরে বোবা যন্ত্রনায় নিষ্ঠুর বেদনায় বেঁচে থাকা মানে কফিনে ঢাকা জীবন্ত লাশ। আমি আজ ঘুমোতে পারিনা-অবিশ্রান্ত ক্লান্তিতে চোখ নূয়ে পড়ে। রাতের গভীরে হৃদপিন্ডের টিপ্ টিপ্ শব্দ নিস্তব্দ রাতের ঘড়ির কাঁটার শব্দের মতো মস্তিস্কে আঘাত করে।
আমি ঘুমোতে পারতাম, প্রয়োজন হতোনা কোন অন্ধকারের অথবা কোন জ্যোৎস্না রাতের। আমি বিলীন হয়ে যেতে পারতাম চাঁদনী রাতের শ্বেত জোছনায় নীল-নীলিমার গভীরে। অথচ, কি আশ্চর্য তোমাকে মনে পড়ে বলে ঘুমোতে পারিনা। তুমি শুকতারা হয়ে জ্বলো তুমি সুখ হয়ে ঘুরে বেড়াও চারিদিকে। কিংবা হয়ে থাকো এ অদ্ভুত যন্ত্রনা আমার।
আমি কেন ভুলতে পারিনা, কেন মন কথা বলে মনের সাথে। আমি অস্থির হই, হয়ে পড়ি অশান্ত। হয়ে পড়ি তোমার আদরের কাঙ্গাল। যখন বুঝতে শিখেছি, যখন জানতে পেরেছি তুমি আর তোমার ভালোবাসা আমার। যখন সবকিছু ঠিকঠাক আর মাত্র ক’দিন বাকী, তখন কি এমন হলো কি এমন পাপ যে করলাম বিধাতা তোমাকে তুলে নিয়ে গেলো তাঁর কাছে। জানান দিলো আর কোন দিন দেবেনা ফেরৎ। তাই এখন দিন কাটে বোবা কান্নায়।
দৃষ্টি কড়া নাড়ে হৃদয়ের দরজায়। অনৃঢ়া, অন্তঃপুরে আরশ স্পন্দন, দীর্ঘ অমাবশ্যার পর নামে পূর্ণিমার ঢল ধসে পড়ে মেঘের পাহাড়। রূপালী ডানায় ওড়ে শ্যামা সৌরভ। পাপড়ি মেলে চুম্বন পুষ্প।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top