Top today
একটি কথা
একটি কথা আকাশ-পাতাল
একটি কথা মিষ্টি,
একটি কথা ঢেউ ছুঁয়ে যায়
হৃদয়-ভরা বৃষ্টি।
একটি কথা সুখ খুঁজে পায়
একটি কথা রুক্ষ,
একটি কথার শেষ কথাটি
দিও নাকো দুঃখ।
একটি কথা আকাশ-পাতাল
একটি কথা মিষ্টি,
একটি কথা ঢেউ ছুঁয়ে যায়
হৃদয়-ভরা বৃষ্টি।
একটি কথা সুখ খুঁজে পায়
একটি কথা রুক্ষ,
একটি কথার শেষ কথাটি
দিও নাকো দুঃখ।