Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

একটি কথা

: | : ১৯/০৯/২০১৩

একটি কথা আকাশ-পাতাল

একটি কথা মিষ্টি,

একটি কথা ঢেউ ছুঁয়ে যায়

হৃদয়-ভরা বৃষ্টি।

 

একটি কথা সুখ খুঁজে পায়

একটি কথা রুক্ষ,

একটি কথার শেষ কথাটি

দিও নাকো দুঃখ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top