Top today
ছিন্ন সুতোয় ভিন্ন ফুলে – ৭
একে যদি করে নষ্ট
সকলে পায় যে কষ্ট
মনে কিংবা শরীরে ;
বালকে আগুন দিলে
দেবালয় কি বাকি থাকে
না জ্বলে, না পুঁড়ে ?
কে করে দোষ বড় কথা নয়
দুষ্টের দমনে মানবতার বিজয় ।