Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

ভুল

: | : ১৯/০৯/২০১৩

ভুল হবে কি

এই ভরা রিমঝিম বর্ষায়

তোমার হাতে স্পর্শ করলে

সত্যিই কি, ভুল হবে

ছুয়ে দিলে তোমার

কানের নরম মাংসের তুলতুলে অংশ

কাঁদলে গালের যেখানে ভাজ পড়ে সেখানে ।

 

ভয় হয়,

ভুল হবে কি

কাপা কাপা হৃদয়ে

তোমাকে জড়িয়ে ধরলে

রিমঝিম বৃষ্টিতে ।

 

এই টুকু কি ভুল ?

নারীর নারীত্ব, পুরুষের পুরসত্ব

আজ বাঁধ ভেঙ্গে দেয়

আনন্দে আত্নহারা হয়ে

তোমাকে ভুলে ধরে ফেলে !

 

তোমার সিক্ত চুল

উড়ন্ত চাহুনী,

আত্নহারা হয়ে আমাকে ধরার শক্ত বাহুযুগল

স্পস্ট আমাকে আমাকে পাওয়ার আকুতি

বাধ্য করেছে ভুলে পা দিতে….

তোমাকে স্পর্শ করতে, তোমাকে ধরতে….

আমি ভুল করেছি

তবু আত্নহনিত হইনি

তোমার, আমাকে ধরার শক্ত বাহুযুগল দেখে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top