Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

মেঘ করিছে কালো

: | : ১৯/০৯/২০১৩

মেঘ করিছে কালো
লাগছে বেজায় ভাল
বিষটি নামবে এখনি
আম্মু দিবে বকুনী ।

ভিজতে গেলে আছে মানা
হবে নাকি কঠিন জ্বর
ধুত্ ছাই ভাল্ লাগেনা
এই বাড়ি এই ঘর ।

কি করিব কোথায় যাব ?
বলে দাওনা বাদল ভাই
কি করিলে তোমায় পাব ?
তোমার সনে খেলতে চাই ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top