স্বপ্নময়তার সমাপ্তি
আমার এ আঁধার হয়তো কখনই ফুঁড়বে না,
আমার স্বপ্নের পাখি হয়তো-
দানা ঝাপটে উড়বে না,
আমার মৌন আকাশে।
হয়তো কিছু টা আঁধার ঘেরা ইচ্ছে গুলো,
কখনোই পাবে না আলোর ছোঁয়া।
আমার এ ভোর হয়তো থাকবে না,
হয়তো বা জানালা গলে-
রোঁদ এসে পরবে না এই মুখে।
আঁধার কে ছিঁড়ে ফেলে,
দিবে না স্বপ্নময় জগত এর হাতছানি।
অসম্ভব কোন সপ্নময়তা,
হয়তো আর আমাকে ঘিরে,
রাঙিয়ে দিবে না আমার মৌন ক্যানভাস।
ধীরলয়ে স্বল্প কিছু মৃতপ্রায় স্বপ্ন নিয়ে,
হয়তো খানিক বাদেই দেখতে হবে আমায়,
ধূসর মেঘে ঢেকে যাওয়া আমার আকাশ।
অসম্ভব সুন্দর কোন ধূসরতা,
ধীরে ধীরে গ্রাস করে নিবে আমায়,
বেশ সযত্নে।
মুহূর্তেই ওলট পালট হয়ে যাবে,
আমার অধরা স্বপ্নময় জগত।
আর আমি-
বিকলাঙ্গ হয়ে পরে রবো।
তিল তিল করে গড়ে তলা সপ্নময়তার,
শেষ দেখবো,
আর দেখবো,
অদ্ভুত সুন্দর ধূসরতা।
আর একটু খানি বাঁচতে চাওয়ার চেতনার, মিইয়ে পরা।
হয়তো বা খানিকটা আফসোস নিয়ে,
বিদেয় বেলায়,
ঠোটের কোণে মৃদু হাসি ফুটে উঠবে।
হতাশ এক সত্ত্বার ধীর মরণ দেখতে পেয়ে।