অনুভব
চোখটা খুলে সেই যে প্রথম দেখা
আলোর ঝাপটায় বুজে বুজে চেয়ে
তোমার দাঁড়ি জরানো মুখটা
বড় বেশী মলিন মনে হয়েছিলো ।
বুঝেছিলাম তুমি আমাকে নিয়েই চিন্তিত !
তাইতো আরো বেশী জোড়ে চিৎকার দিয়েছিলাম
মায়ের কষ্ট ভূমিষ্ট হওয়ার সময় ছিলো অনুভবে
প্রথম তাকিয়ে তোমাকে দেখে নিয়েছি বুঝে
বাবা তুমি কতটা কাছের, কতটা নিজের !
কতটা অপেক্ষায়, কতটা যন্ত্রনা নিয়ে
এক ছোট্ট মুহূর্তে আনন্দে মেতে ওঠার আকাঙ্খা !
বাবা, এসেছি আমি
তোমার আকাঙ্খার ছোট্ট মুখের মেয়ের অবয়ব নিয়ে ।
যে কারনে তুমি
মাকে এত আদর করতে, এত ভালোবাসতে
তোমার গরম হাতের স্পর্শ
পেটের ভিতর আমাকে আরো বেশী উষ্ম করেছে ।
শুনেছো যেদিন প্রথম,
মেয়ে হয়ে আসছি আমি
অনুভব করেছি সেদিন তোমার কত আনন্দ !
তোমার আনন্দে মাকে জড়িয়ে ধরায়
উল্টে গিয়েছিলাম
মায়ের উহু চিৎকার,
আমার বের হয়ে তোমাকে দেখার প্রত্যাশা
আমাকে নিয়ে এসেছে এ ধণ্য ধরায় ।
বাবা, এসেছি আমি
তোমার ছোট্ট একটি আদুরে মেয়ে হয়ে ।
আমি তোমারই মত অপেক্ষায়
পরম আদরে আমাকে নেবে তুলে কোলে….
বাবা আমি তোমার আদুরে ছোট্ট মেয়ে ।