Top today
অনুসন্ধান করি স্রষ্টার রূপ।
চলতে হবে নিয়ন্ত্রিত
মধ্য অবস্থানে।
নয় মাত্রাতিরিক্ত কিছুতে _
সদা সত্যি কথা বলি
কখনো মিথ্যে নাহি বলি
শিখেছি ছোটোবেলায় ___
তা বইয়ের পাতায়___
ভাবি যেভাবে
চলি আজ সেভাবে।
সবসময় সেষ্টা থাকবে
সত্যের মোড়কে
নায়ের অবগুন্ঠনে।
চলতে হবে
তা উচিত।
তবে হতে হবে
ভারসাম্যে ____
যখন পরিবেশ টা হয়
যেমন দেখা যায় এমন
সত্য টাকে হচ্ছে মনে রুড়
করে যা আঘাত প্রাণে ____
না করি প্রকাশ
যদি করি প্রকাশ
তা বিনয়ের আদলে
স্নেহের আকারে।
পালন করি ধর্ম
পড়ি নামাজ রোজা
করি হজ্ব যাকাত।
পূজা পার্বন খ্রীষ্টমাস
করতে হবে সব ঠিক
আপন শৃঙ্খলা
তদুপুরি সমাজের শৃঙ্খলে
করতে হবে ভারসাম্য
হতে হবে নিয়ন্ত্রিত
করতে হবে ভারসাম্য
সকল ধরনের
সকল বোধের।
স্রষ্টা কে জানি
অনুসন্ধান করি এভাবে
না সুধু পড়ে ধর্ম গ্রন্থ
কাজ করে স্রষ্টা সম।
প্রথমে অনুসন্ধান করি
স্রষ্টার রূপ।