Top today
কবি
কবিতা লিখতে ইচ্ছে হয় মোর
যখন আমার বেদনাগুলো,
আমায় সবচেয়ে গভীরভাবে
আলিঙ্গন করে, আঁকরে ধরে।
ওরা খুজে পায় মোরে,
মোর শুষ্ক আবেগভূমি,
হৃদয়ের ক্ষুদ্র ক্ষুদ্র
অনুভূতিসমূহ।
অনুভব করে
শীতের সকালের
সোনালী একটুকরো
রৌদ্র রশ্মির মতো।
আর হাজার যুগের সেই
মহাঋষির হেমলক পানের মত
ওরা বুঝতে চায় মোরে,
যেমন বুঝেছিল সেই ঋষি
অতীপ্ত অনুভবের এক
বেদনাহত কান্না।
হ্যাঁ, এসবের মাঝেও আমি আছি
এসবের মাঝেও আমি কবি
বেদনার আালিঙ্গনরত
মানব-প্রকৃতি।
04-09-2009, ঢাকা।