Top today
জাগরণ
পাখির মত আমরা যদি
না উঠি মা জেগে
প্রভাত হবে কেমন করে
বদলে যাবার বেগে।
আধার মুছে স্বপ্নগুলো
মেলে ধরে ডানা
বদলে দিব আলোর পথে
থাকবেনা তো মানা।
কালো ছাঁয়া মুছে দিতে
নিতে হবে শপথ
আলোর মশাল হাতে নিয়ে
গড়তে হবে-ই পথ।
পাখির মত আমরা যদি
না উঠি মা জেগে
প্রভাত হবে কেমন করে
বদলে যাবার বেগে।
আধার মুছে স্বপ্নগুলো
মেলে ধরে ডানা
বদলে দিব আলোর পথে
থাকবেনা তো মানা।
কালো ছাঁয়া মুছে দিতে
নিতে হবে শপথ
আলোর মশাল হাতে নিয়ে
গড়তে হবে-ই পথ।