Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নাতে রাসূল

: | : ২০/০৯/২০১৩

চাই না বাড়ী , চাই না কড়ি
চাই না স্বাদের তন্ডুল
চাই যে নুরের সুবাস মাখা
রাসূল নামের ফুল ।ঐ…।।

সে মধুর নামে আমি হলাম দিশেহারা
সে যে আমার জীবন-মরণ দু’নয়নের তারা
তাঁরি নামের পুষ্প লয়ে
ঘুরি সারা জাহান
সে নামেতে মধু মাখা
মাতাল আমার প্রাণ
তাঁহারি নাম জপে জপে
প্রেমেতে মশগুল । ঐ …. ।।

হৃদয়ে মোর তাঁহার আবাস
চাই না যে আর স্বর্গ সুবাস
রাসূল যে মোর নিত্য দিনের স্বপ্ন সাধনা
তারে বিণে দোজাহানে শান্তি পাব না
সে যে আমার প্রিয় নবী
মুহাম্মদ রাসূল । ঐ ….।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top