Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

“নিরাকার ছায়াহীন দখিনা হাওয়া”

: | : ২০/০৯/২০১৩

নিরাকার ছায়াহীন হিমেল হাওয়া হবো;

ছুঁয়ে দিবো তোমায় অবলীলায়।

কেবলই অনুভবের দরখাস্ত নিয়ে

তোমার মনের দখিনা জানালায়।

সদর দুয়ারের নাইবা দিলে অনুমতি;

দখিনা জানালায় দিও নাকো খিল।

আসবো তোমার খামখেয়ালীপনায়

মসৃণ অনুভবের প্রশান্তির মিছিল।

 

আমি নিরাকার ছায়াহীন দখিনা হাওয়া

আসবো তোমার নিরবে একান্তে।

তোমাকে ছুঁয়ে দিবো শুধু অনুভবে

লজ্জিত হবে না কলঙ্কে।

খুলে রেখ তুমি দখিনা জানালা;

নাচবে তোমার জানালার পর্দা মুদ্রাহীন বে-তালে।

কখনও আশ্রয় নিবো-

ভরহীন অনুভবে তোমার কালো কেশি কোলে।

 

তুমি ঘুমাবে নিশ্চিন্তে-

আমি খেলা করবো তোমার নিষ্পাপ বদনে।

তোমার ঘামের ফোঁটা চুষে নিবো

আমার অদৃশ্য জিভের লেহনে।

 

আমি নিরাকার ছায়াহীন দখিনা হাওয়া হবো;

চাই শুধু অদৃশ্য পদচারণ।

চাই না কোনো অধিকারের দাবি নিয়ে

সামাজিক স্বীকৃতির তোরণ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top