Top today
ফেল
কেউ কেউতো পরীক্ষাতে ফেল করে
আবার দেখি
কেউ কেউতো রেলগাড়িও ফেল করে
এতে কিছু ঝক্কি বাড়ে
টের পাওয়া যায় হাড়েহাড়ে
সময়মতো না পড়া আর
আস্তে চলার ফল !
এমনকি আর হতো তাদের
লাগলে কাজে খেয়ে আদাজল !
কিন্তুরে ভাই খাওনা যতোই
আদাজলে এককরে;
কাজ হবে না এক কণাও
যদিরে হার্ট ফেল করে !