Top today
অষ্টপ্রহর আমাকে নিয়ে
অষ্টপ্রহর আমাকে নিয়ে
মাতিতে মাতিতে মাতিতে
কহিতে কহিতে কহিতে
বকিতে বকিতে বকিতে
আমি আর নাহি পারি
সহিতে সহিতে সহিতে
রোধিতে রোধিতে রোধিতে
আমি যে আজ নাহি পারি
অষ্টপ্রহর আমাকে নিয়ে
মেতেছি আমি খেলায়
বেচেছি কি মরেছি
রাখিনি তার খেয়াল
আজ যে আর নাহি পারি
সহিতে সহিতে সহিতে
রোধিতে রোধিতে রোধিতে
গেলাম কি হয়ে পাগল
আর নাহি সহি আমি
যত অন্যায় অনিয়ম আর অবহেলা