Today 22 Dec 2025
Top today
Welcome to cholontika

অষ্টপ্রহর আমাকে নিয়ে

: | : ২১/০৯/২০১৩

অষ্টপ্রহর আমাকে নিয়ে

মাতিতে মাতিতে মাতিতে
কহিতে কহিতে কহিতে
বকিতে বকিতে বকিতে
আমি আর নাহি পারি

সহিতে সহিতে সহিতে
রোধিতে রোধিতে রোধিতে
আমি যে আজ নাহি পারি

অষ্টপ্রহর আমাকে নিয়ে
মেতেছি আমি খেলায়
বেচেছি কি মরেছি
রাখিনি তার খেয়াল
আজ যে আর নাহি পারি

সহিতে সহিতে সহিতে
রোধিতে রোধিতে রোধিতে
গেলাম কি হয়ে পাগল
আর নাহি সহি আমি
যত অন্যায় অনিয়ম আর অবহেলা

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top