Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আয় আয় চাঁদ মামা

: | : ২১/০৯/২০১৩

চাঁদের দেশে চাঁদ কুমারী

কুমার থাকে কই ,

পাতালে যার বসত ভিটা

কেমনে আকাশ রই ।

 

চাঁদ থাকে মায়ের কোলে

নাম চাঁদ বুড়ি ,

সারা বছর সুতা কেটে

ভরে রাখে ঝুড়ি ।

 

চাঁদ মামা সবার মামা

রঙের জামা গায় ,

শোনামনির ঘুম পাড়াতে

ডাকে সকল মায় ।

 

আয় আয় চাঁদ মামা

টিঁপ দিয়ে যা কপালে ,

ঘুম দিয়ে যা চোখ জুড়ে

উঠতে বল সকালে ।

 

…………সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ khmahabub@yahoo.com
তারিখঃ ১৯/০৯/২০০৭ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top