Top today			
			সব শূন্য বন্য হয়ে মিছে বাঁচবার অপচেষ্টা
কাশফুলের ধবধবে সাদা দলের একটুকরো,
তার কালো চুলের সাথে লেগে ছিল বেশ কিছু সময়, মাকড়সার জালের মত
তির তির করে কাঁপছিল বেশ, আলতো হাতের ঘায়ে সিঁথির বিন্যাসে
উড়ে গেল শরতের এলোমেলো হাওয়ায়।
এলোমেলো মেঘের বেশ জট লেগেছে,
বোধ হয় বাতাস বিড়ম্বনা, স্মৃতির আকুলতা ছিল তেমনি চোখে মুখে তার
বার বার ঋতুবদলের যন্ত্রণা, যদিও সয়েছে সময়ের ধাপ গুনে গুনে
এখন সমুখে খোলা আকাশ জুড়ে উদাস মেঘ দেখা।
সময় ফুরায়ে যায় কালের পৃষ্ঠে অতীত,
যেখানে জীবন বোধ যাবর কাটে, সেই যে বিলি কাটা পথের চিহ্ন
এখন তা মুছে গেছে সময় ক্ষতে, কালের পৃষ্ঠদেশে জেগে উঠে অনিবার্য
সব শূন্য বন্য হয়ে মিছে বাঁচবার অপচেষ্টা।
1420@ 18 ভাদ্র, শরত্কাল।
