Top today
আশ্রয়
,
আকাশ জুড়ে মেঘ করেছে
করুক
অঝোর ধারায় বৃষ্টি পড়ে
পড়ুক
রৌদ্র তাপে ভিজিয়ে দিক সব
তাতে, আমার আসবে যাবে কি!
যখন, তোমার কোলে
মাথা রেখেছি!