কাঁচের ছায়া
মানুষ বিভিন্নভাবে কষ্ট পায়,
বিভিন্ন আঘাতে জর্জরিত হয়।
তবুও বেঁচে থাকে,
নতুন ছবি আঁকে।
রহস্যময় জীবনকে বাঁচিয়ে রাখে,
রহস্যময় পৃথিবীতে টিকে থাকে।
তাকিয়ে থাকে রহস্যময় আকাশের দিকে,
চন্দ্রালোতে আঁকড়ে ধরে জীবন জীবনকে।
বেঁচে থাকাকে সহজ ভাবে,
স্বপ্নগুলোকে সরল ভাবে,
ভাবনার সাম্রাজ্যে বাঁচিয়ে রাখে জীবন,
কখনও বা মুল্যহীন ভাবে মনকে মন।
তবুও জীবন, তবুও বেঁচে থাকা,
যেন মেঘশুন্য আকাশ মাঝে স্মৃতির রেখা।
বা রাতের আকাশে তারার মাঝে ছায়াপথ,
যেন জীবনকে বয়ে বেড়ায় পুষ্পরথ।
তাই সম্মুখে যাই আসুক পাড়ি দিতে হয়,
অসত্য দূঃস্বপ্নের মাঝে তাই হয় জীবনের পরাজয়।
অথবা জয় আসে, মৃত্যু হয় মিথ্যার,
জীবনের গলায় পড়ায় প্রকৃতির গড়া প্রেমের হার।
মানুষ বিভিন্নভাবে বেঁচে থাকে,
বিভিন্নভাবে জীবনকে ধরে রাখে,
বেঁচে থাকতে হয় বলে,
অথবা স্বপ্ন দেখার ছলে।
অনুভূতির অসহায়ত্ব বশত ধরা দেয়;
ধরা দেয় অনুভূতির কাছে হয়ে নির্ভয়।
অথবা মনের ক্ষুদ্র ক্ষুদ্র স্পর্শের কাছে পরাজয়।
অথবা দেহের চাওয়ার কাছে প্রতিটি আবেগের ক্ষয়।
তবুও বাঁচে বেঁচে থাকতে,
অথবা ভীতির ভয় রাখতে।
আর অসহায়ভাবে কারো না কারো কাছে ভিক্ষার হাত পাতে,
জীবন হয়ে জীবনের কাছে বা নিঃস্ব ভীতিতে শান্ত গভীর রাতে।
১৭.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।