Top today
ঝুলাঝুলি
ঝুলাঝুলির দিচ্ছি হিসেব, আকাশ থেকে ঝুলছে চাঁদ;
পাখিওয়ালা ধরতে ঘুঘু গাছের ডালে ঝোলায় ফাঁদ।
তালগাছের ওই পাতায় ঝোলে বাবুই পাখির বাসা;
সবাই দেখি বাজারব্যাগের ঝুলতে ঝুলতে আসা।
রাঙামাটির দুধের শিশু মায়ের পিঠে ঝোলে গো ;
তেমন করে ঝুলেছিলাম আমরা মায়ের কোলে গো।
তোমরা কি ভাই জানো সবাই সকল ঝুলার সেরা কে ?
ঢাকার বাসে ঝুলাই সেরা, সেসব খবর কে রাখে !