দু ‘ জনা
দু ‘ জনা
কে গো তুমি
পায়ে তোমার রুপার নুপুর গলে সোনার গয়না ?
বাবা ডাকেন মা জননী মায়ে ডাকেন ময়না,
কোথায় থাকো
কোন্ টা তোমার গাঁ ?
শিশু কিশোর দলে দলে
করছে গোসল নদীর জলে
মাঝি মাল্লা নদীর মাঝ
মনের সুখে ধরছে মাছ
ফিকছে জাল, ধরছে হাল, তুলছে পাল
যেটা আমার জন্ম ভূমি সে টা আমার গাঁ
যেখান টাতে থাকি আমি সাথে আমার মা ।
চোখ দু’টি তো মায়ায় ভরা
দীঘল কালো কেশ
ছন্দে ছন্দে চলছো দুলি
মিস্টি মধুর কথা গুলি
লাগছে তোমায় বেশ,
লজ্জা তোমার নাইকো পথিক
কথা তুমি কওনি সঠিক
যাব আমি অনেক দূরে
মা যে আমার একা ঘরে
পথটা এখন ছাড়ো,
কথা আমার রইছে বাকি আরো
শুন্য হবে হৃদয় খানা
যদি তুমি করো মানা
আমি তোমার সঙ্গে যাবো নেবে আমায় তুমি ?
মাথার উপর চাঁদ হাসছে
তারা রাশি রাশি
দূরাকাশে মেঘ ভাসছে
আমি-তুমি আছি পাশাপাশি
পূবে উঠে লাল সূর্য পশিচমে যায় ডুবি
ডানে পাহাড় বামে নদী সামনে আছ তুমি
সব কিছু যে শূন্য লাগে তুমি বিনা আমি ।
অনুভবের মায়া জালে জড়ানো বন্ধু যায়
মনের ভীতর করছে আমার অনেক অনেক ভয়!!
ভেবে চিন্তে হাটো পথিক বক্র শত পথ্
তোমার চাওয়া হবে পূরণ থামিওনা তব রথ ।