Top today
বাজারদর
পেঁয়াজ চাইছে আকাশ ছুঁতে
ডাল চালও তাই
মাছ মুরগী ধরতে যাবার
আছে কি উপায় ?
শব্জি খাবেন ভাবছেন তো
তাতেও আছে হ্যাপা
আলু পটোল যাই ধরবেন
সবই যেন খ্যাপা
দাম বাড়ছে রোজ রোজ
তাই ছাড়বো খাওয়া তেল।
তেল দিতে আর পারব না ভাই
শেষ হয়ে যাক খেল ।