Top today
সু-মতামত চাই
সুপ্রিয় সহব্লগার বন্ধুরা— লাল গোলাপের শুভেচ্ছা রইল——
আশা করি সবাই ভাল আছেন—
জেনে আনন্দিত হবেন যে-
আমার প্রথম কাব্যগ্রস্থ প্রকাশ হচ্ছে
কাব্যগ্রস্থের চারটি নাম পছন্দ করেছি যথাঃ
১। যমুনার তীরে ছোট ঘর
২। যমুনার তীরে বালি ঘর
৩। যমুনার তীরে কুঁড়ে ঘর
৪। ছোট তিমির ঘর
উপরোক্ত চারটি নামের মধ্যে কোনটি ভাল লেগেছে তা
সু-মতামত প্রদান করবেন।