Top today
“’’আউলা চুলের বাউলা “”
আউলা চুলের বাউলা তুমি
কোন্ সে গান গাও?
একতারা নাই দোতারা নাই
সুর উঠে তাও।
মন দোতারায় টুং টাং সুর
বাজে গোপনে,
রঙ লেগেছে বাগিচায় তোমার
সুখের ফাগুনে।
ওরে বাউল;দিবে কি আমায়?
তোমার কিছু সুর,
তোমার সনে গলা মিলিয়ে
যাবো বহুদূর।
সুখের সুর বাজাইনি আমি
গত অনেক দিন,
খরা মাঠে হেঁটে হেঁটে
বাজাই দুঃখের বীণ।
আমায় তুমি সঙ্গী করো
দাও সুখের দোতারা,
তোমার মত বাজাবো আমি
দুঃখের দিবো তাড়া।
আউলা চুলের বাউলা ওরে
দু’হাত পেতে রই,
আমায় কি করবে তুমি?
তোমার সুখের সই।