Top today
একটি গান শুনলে কেমন হয় ?
আমি চিনেছি আমাকে
চিনেছি তোমাকে
বুঝিতে চিনিতে নেই বাকি
তুমি নিবিড় কুঞ্জের পাখি ।।
হৃদয়ে শুধু যে তোমারি বাস
তোমারি পাবার কত যে আশ্ব
তোমাকে হেরিয়ে হাসিবে
আমার অনুরাগের আঁখি ।
ঐ ………….।।
তোমারে ভাবিয়া হিযলের কমল
মম চিত্তে ধরিছে অনল
গগনের তারা ভেবে করেছি ভুল
হৃদয় তরী আজ নাহি পায় কুল
কেমনে দিলে বলো আমারে ফাকি ?
ঐ ………..।।