Top today
একদিন
পশ্চিম থেকে পুবে আমি হাঁটছিলাম রাতের পথ ধরে,
রাস্তার দুই ধারেই কাঁশবন হালকা বাতাসে দুলছে।
আমি চলছিলাম তার মাঝ দিয়ে ধীর পায়ে সবুজে ছেঁয়ে।
সামনে সবুজ গাছ, দুধের মত সাদা মেঘ তার উপরে।
তার উপরে রুপালী চাঁদ, তার চারপাশে নক্ষত্র জ্বলছে।
আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে সাদা মেঘ কাঁপিয়ে।
আমি তাকিয়ে ছিলাম, ভাবছিলাম তোমার কথা সেই রুপ।
যে রুপের মাদকতা বাঁচার তৃষা বাড়ায় থেকে নিশ্চুপ,
দূর করে মৃত্যু ভয় বা সাহস যোগায় মৃত্যুরে আলিঙ্গনে।
সেই পথ-কাঁশ-মেঘ-চাঁদ-তারা থাকে যেন প্রতিটি স্বপনে।
১৮.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।