Today 03 Nov 2025
Top today
Welcome to cholontika

একদিন

: | : ২৩/০৯/২০১৩

 

পশ্চিম  থেকে  পুবে  আমি হাঁটছিলাম রাতের পথ ধরে,
রাস্তার   দুই   ধারেই  কাঁশবন  হালকা  বাতাসে  দুলছে।
আমি চলছিলাম তার মাঝ দিয়ে ধীর পায়ে সবুজে ছেঁয়ে।
সামনে  সবুজ  গাছ, দুধের মত সাদা মেঘ তার উপরে।
তার  উপরে  রুপালী চাঁদ, তার চারপাশে নক্ষত্র জ্বলছে।
আর  মাঝে  মাঝে বিদ্যুৎ  চমকাচ্ছে সাদা মেঘ কাঁপিয়ে।

আমি তাকিয়ে ছিলাম, ভাবছিলাম তোমার কথা সেই রুপ।
যে  রুপের মাদকতা বাঁচার তৃষা  বাড়ায়  থেকে নিশ্চুপ,
দূর করে  মৃত্যু ভয় বা সাহস  যোগায় মৃত্যুরে আলিঙ্গনে।
সেই পথ-কাঁশ-মেঘ-চাঁদ-তারা  থাকে যেন প্রতিটি স্বপনে।

১৮.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top