Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ছড়া লেখার খেলা-১

: | : ২৩/০৯/২০১৩

সং সেজেছে কাকাতুয়া

রং মেখেছে গায়,

খুকুর নোলক ইচ্ছেমত

দুলছে হাওয়ায়।

 

কাশের দোলা সবুজ বনে

ঘাসের মুখে হাসি,

শিশির ঝরা সকাল গুলো

দেখতে ভালবাসি।

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top