Top today
ছড়া লেখার খেলা-১
সং সেজেছে কাকাতুয়া
রং মেখেছে গায়,
খুকুর নোলক ইচ্ছেমত
দুলছে হাওয়ায়।
কাশের দোলা সবুজ বনে
ঘাসের মুখে হাসি,
শিশির ঝরা সকাল গুলো
দেখতে ভালবাসি।
সং সেজেছে কাকাতুয়া
রং মেখেছে গায়,
খুকুর নোলক ইচ্ছেমত
দুলছে হাওয়ায়।
কাশের দোলা সবুজ বনে
ঘাসের মুখে হাসি,
শিশির ঝরা সকাল গুলো
দেখতে ভালবাসি।