Top today
ছুটতে হবে
গ্রীষ্ম গেলো, বর্ষা এসে পা ছড়িয়ে বসেন;
ঝড় বাদলের কেতাব খুলে জটিল হিসাব কষেন।
অমন সুযোগ চুপটি করে কাঁথার তলায় ঢোকার;
নাক ডাকিয়ে ঘুম হাঁকাতে অনিচ্ছে কোন বোকার ?
তারপরেও কাজের হাটে হাটুরে কম জোটে ?
সুখের মায়া ছেড়েই সবাই প্রাণপনে খুব ছোটে !
চুপসে ভিজে রিকশা চালায়, ধরছে লাঙল কষে;
শক্ত হাতে বৈঠা টানে গলুই জুড়ে বসে।
অফিস চলে দোকান খোলে কলের চাকাও ঘোরে;
ছুটছে সবাই তাল মিলিযে জোরে, অনেক জোরে।
না ছুটে আজ নেই যে উপায় এটাই সবাই মানে;
ঝড় বাদলের টালবাহানা পেটটা কি আর মানে ?