Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

জীবনের রুপকথা

: | : ২৩/০৯/২০১৩

খেলতে খেলতে ছড়া শিখি

পড়তে পড়তে লেখা,

তেপান্তরের অচিন গাছে

রাজকন্যার দেখা।

 

কথায় কী আর কাব্য আসে

গানে জমে সুর,

মৌ গন্ধের পাতালপরী

মৌতাতে ভরপুর।

 

রাজকন্যার চোখের কোনে

হিজলবনের ডাক,

এবার একটু খেলি না হয়

গল্পটা আজ থাক।

 

জীবন দিয়ে গল্প শিখি

সুখ পাগলের গানে,

দিন ও রাতের স্বপ্ন হয়ে

রাজকন্যা টানে।

 

রাজকন্যার রথের চাকা

ডোবে যখন পথে,

ঘুমের চাদর ছুঁড়ে ফেলে

ছুটি কোন মতে।

 

পাড়া জুড়ানো ঘুম যে আমার

শেখার শেষ নাই,

রাজকন্যার স্বপ্ন সোনা

বাদবাকী সব ছাই।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top