Top today
জীবনের রুপকথা
খেলতে খেলতে ছড়া শিখি
পড়তে পড়তে লেখা,
তেপান্তরের অচিন গাছে
রাজকন্যার দেখা।
কথায় কী আর কাব্য আসে
গানে জমে সুর,
মৌ গন্ধের পাতালপরী
মৌতাতে ভরপুর।
রাজকন্যার চোখের কোনে
হিজলবনের ডাক,
এবার একটু খেলি না হয়
গল্পটা আজ থাক।
জীবন দিয়ে গল্প শিখি
সুখ পাগলের গানে,
দিন ও রাতের স্বপ্ন হয়ে
রাজকন্যা টানে।
রাজকন্যার রথের চাকা
ডোবে যখন পথে,
ঘুমের চাদর ছুঁড়ে ফেলে
ছুটি কোন মতে।
পাড়া জুড়ানো ঘুম যে আমার
শেখার শেষ নাই,
রাজকন্যার স্বপ্ন সোনা
বাদবাকী সব ছাই।