মাকে চিনে যে-
বোঝে দুধের সাধ ,
সে কি কখন ও ভুলতে পারে
বেশি কিংবা আঁধ ।
বোঝে মায়ের কষ্ট ,
সে কি কখন ও করতে পারে
মায়ের জীবন নষ্ট ।
বোঝে মায়ের আদর ,
সে কি মাকে ভুলতে পারে
হয়ে কঠিন পাথর ।