Top today
মুক্তোর দুল হয়ে
—————————————
একটু আবেগ
একটু সোহাগ
আর একটু অনুরাগ
নক্ষত্রের আলো হয়ে জ্বলে
তুষের অনলে বিরহে
পুঁড়ে যাওয়া ছাইয়ের নীচে ;
মুক্তো যেমন
খোলের ভিতরে
বেড়ে উঠে ঝিনুকের শরীরে
দিনে দিনে প্রতিদিন
একটু একটু করে
একটু স্পর্শে
একটু সুরসুরি
একটু কাতর অনুভূতি
রূপালী রস ক্ষরণ
হৃদয়ের পরতে পরতে
বেদনার নীল রস জমে
হয়ে যায় রূপের পাথর ;
আমার ও হৃদয়ে
পাজরের ভিতরে
অবিরত রক্ত ক্ষরে
বেদনার নীলে
বিরহের জলে
শিক্ত হতে হতে হতে
মধুর অনুরাগে
দিনে দিনে বেড়ে উঠে
রূপালী একটি নীল পাথর ;
আমার ও ইচ্ছে করে
কারো সোনার কণ্ঠহারে
মুক্তোর ফুল হয়ে ঝুলতে
অথবা দোলতে
কারো সোনার কানে
মুক্তোর দুল হয়ে
দোলে দোলে দোলে
দোলতে ভাল লাগে
মায়াবী দোলনায়
স্বপ্ন সোহাগ অনুরাগে
অনেক অনেক ভালবেসে।
—————————————–