Top today
স্বপ্ন এঁকে যাই
অসম্ভব কিছু স্বপ্ন নিয়ে,
ইচ্ছের মেঘমালায় ভাসিয়ে দিয়েছি জীবন,
আঁধার ফুড়ে আলোর আশায়।
হতাশার দুয়ারে দাড়িয়ে,
আর কতই বা করে যাবো,
এই মিছে আর্তনাদ।
দুঃস্বপ্নের গাড় নীল মায়াতে,
আর রবো না বাঁধা পরে।
অযথাই অনর্থক অর্থ খুঁজে,
আর কতই বা ক্লান্ত হয়ে পরে রবো,
আর কতই বা ভাসবো,
জীবন্ত লাশ হয়ে, সামাজিকতার স্রোতে।
এই তো একটু দূরে,
হাতছানি দেয় মিইয়ে পরা স্বপ্নরা।
ক্ষীণ আশায় তাই, সাঁতরে চলা।
ইচ্ছের মেঘমালায় ভেসে যাওয়া।
অসম্ভব কিছু স্বপ্ন এঁকে চলা।
কল্পনার জালে আর কত আটকে থাকা,
তাই তো আমার আবার,
এ পথ চলা।
জীবন টাকে নতুন করে-
সাজাবো বলে,
ধূম্র মায়াজাল থেকে,
আমার মুক্ত হওয়ার শেষ চেষ্টা।