Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আউল

: | : ২৪/০৯/২০১৩

  

দেখো, নিয়তির কী নিষ্ঠুর খেলা

আমায় হারাতে পরে নি বলে

কাঁটায় সাজিয়েছে বিজয় মালা ।

 

ব্রিটিশ তাড়ালাম পাক হারালাম

যুদ্ধ করে স্বাধীন করলাম দেশ

সবাই মিলে সুখে থাকব স্বপ্ন ছিল বেশ,

স্বাধীন দেশটা হয়ে গেছে দুইভাগে ভাগ

এখন দুঃখ পেলেও বলা যায় না, সুখের কথা থাক ।

 

যদি বলি সত্য কথা কারো কারো মাথা ব্যথা

আমার উপর নজরদারী করে অসৎ ব্রহ্মচারী

আমি কোন দল করি, সেখান থেকে শুরু করি

কোন খাটে ঘুমাই আর কোন পাত্রে আহার করি ।

 

পাকিস্তানিরা রাত্রিকালে গুলি করে মেরে ফেলত ক্ষণেই

এখন স্বাধীন দেশ কুপিয়ে মারছে প্রকাশ্যে দিনেই,

স্বাধীনতা জিম্মি করছে রাজনৈতিকদের হস্ত

ওদের ক্ষমতার টানাটানিতে সবাই পর্যুদস্ত ।

 

যখন ইচ্ছা তখন হরতাল মিটিং মিছিল শহর উত্তাল

হাসতে হাসতে ভাঙ্গছি এবং পোড়িয়ে দিচ্ছি গাড়ী

ক্ষতি হবে জনগণের আমাদের কী ?

আমরা তো রাজনীতি করি,

দেশ আমাদের বাপের সম্পদ যেমন খুশি লুটে পুটে খাব

কার বুকে আছে পাটা, কে আমাদের গাল মন্দ কইবো ?

 

লক্ষ প্রাণের বিনিময়ে, স্বাধীন হইছে কয়েকজনে

তাদের দখল সর্বস্থলে, বাকী সব ফাউল

আমরা যারা সাধারণ, উপাধি জনগণ

চক্কর খেয়ে আজীবন হয়ে রয়ে গেলাম আউল ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top