Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অদৃশ্য সুতার টানে

: | : ২৪/০৯/২০১৩

সূর্য পালিয়েছে অনেকক্ষণ
সন্ধ্যা পেরিয়ে নেমেছে রাত
চারটি পথের সঙ্গম স্থলে এলাম
আমি এক তৃষ্ণার্ত পথিক।

যে পথে তৃষ্ণা মিটিবার হাতছানি
এগিয়ে যাই সেই পথে
অকস্মাৎ দেখি
রাতের আলো-অন্ধকার ভেদ করে
ঘুরতে আসছে সে।

তার মনোরম চলার ছন্দে
শিশিরবিন্দু ঝরে যায়
হৃদয় হয় কম্পমান
আমার তৃষ্ণা যায় বেড়ে।

ফিরে যায় সে
চোখে লেগে রয় তার চলার ছন্দ
আমিও যাই নীড়ে।

সে শুধু এক মানবী নয়
যেন পালানো সূর্যের ফিরে আসা আলো।

রাত পার হয়ে যায়
দিন পেরিয়ে আবার রাত আসে
পূর্বের ক্ষণে অদৃশ্য সুতার টানে
আমি এগিয়ে যাই সেখানে।

রাতের আলো-অন্ধকার ভেদ করে
নতুন এক হৃদয় কাঁপানো ছন্দে
সেও আবার ঘুরতে আসে।

আজিকার চলার ছন্দ
শূন্যে, বাতাসেও যেন তরঙ্গ তোলে
হৃদয় মনের খাঁচায় ধরায় কাঁপন
ইচ্ছা হয় আমি তার চলার পথ হই।

বিস্মিত আমি, খুশিতে উদ্দাম
পূর্বের সেই ক্ষণে আজও তার ঘুরতে আসা
অন্য আভাস দিয়ে যায়
সে জেনে গেছে
এই পথিক তৃষ্ণার্ত তারই জন্য।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top