Top today
মানুষ শরীর সর্বস্ব সব মিথ্যা?
মানুষ শরীর সর্বস্ব সব মিথ্যা?
তার রুপ যৌবন জশ অহমিকা, প্রতাপ প্রভাবশালী দাম্ভিকতা
শ্রেণী শোষণের বিড়ম্বনা, শ্রেণী চক্রের পেষণে মানব জীবন
এই যে জীবন অহমিকায় বড় ছোট তাহলে কি?
শোকে কাতর বিষবৃক্ষ,
শুধু চেয়ে দেখল জীবন ভর, উতল পাতাল জীবন কাল
কালে কালে কত বিবর্তন? বিষবৃক্ষ এখন হাফিয়ে উঠেছে
কালের ইতিহাস আর কত লিখবে?
তবু শূন্য হাতে নিঃস্ব মানব জীবন
শরীর গঠনে পানি বাতাস মাটি, সবই মিশে যায় পরিপাটি
শুধু নিঃশ্বাস জেগে রয়, অনন্তকালের পথে মহাশূন্যের ডামাডোলে
চিরবিস্ময় চিরঅম্লান ধরিত্রীর ধরনীর চিত্রপটে আঁকা।
1420@27 ভাদ্র, শরত্কাল।