Top today
শরতের হাওয়ায়
শরতের হাওয়ায় দোলে রাশি রাশি কাশফুল । আকাশ গঙ্গায় ঘিরে তুষার রঙা মেঘেদের ভিড়। সকালের মিষ্টি রোদ শুষে নেয় ভোরের শিশির । না গরম, না ঠাণ্ডার আমেজ, জুড়ানো শরীর । হঠাৎ বাতাসে ভেসে আসে ঢাকের শব্দ–মৃদু মন জুড়ে ভরে যায় সুখাবেশ রেশ, দূর হতে কার যেন শুনি আগমনী বার্তা । হ্যাঁ, আবার আসছে মা দুর্গা, আমাদের মা ! তাই তো আকাশে বাতাসে ভরে আছে–কত আনন্দ, কত আনন্দ !